কবুতরের ঠোঁটের সমস্যা ও চিকিৎসা (Pigeon Beak Treatment)
কবুতরের পক্স রোগ প্রতিরোধের উপায়
কবুতরের পক্স রোগের জন্য কবুতর সেক্টরে যে পরিমান ক্ষতি হয় তা অন্য রোগের ক্ষেত্রে হয় না। এটি একটি মশা বাহিত ভাইরাল রোগ এবং শীতে প্রকোপ বেশী হলেও প্রায় সব মৌসুমে কম বেশী দেখা যায়। যদিও এটি ভাইরাল রোগ, তাঁর পরও অনেকেই নানা প্রকার আন্টিবায়টিক ব্যবহারের পরামর্শ দেন। আবার অনেকেই হাঁসমুরগির জন্য তৈরিকৃত টীকা দিতে পরামর্শ দিয়ে থাকেন। যদিও অভিজ্ঞগণ ভাল করেই জানেন এই টীকায় কি পরিমান কাজ বা ক্ষতি হয়। অনেকেই আছেন অনেক বেদনাদায়ক চিকিৎসার শরণাপন্ন হয়ে থাকেন, আবার অনেকেই নানা প্রকার টোটকা ব্যবহার করে থাকেন। কেউ দোয়া, তাবিজ, আবার কেউ সোনা রুপার পানি ইত্যাদিও ব্যবহার করেন। অনেকের ধারনা কবুতর পক্স ও মানুষের চিকেন পক্স একই আবার কেউ কেউ সব ধরনের পক্সকে একই কাতারে ফেলে থাকেন, অথচ এগুলো এক নয়। কবুতরের পক্স এর প্রতিরোধ বা প্রতিকারের তেমন ভাল বা কার্যকারী ব্যবস্থা না থাকলেও কিছু ব্যবস্থা আছে যেগুলো থেকে ভাল প্রতিরোধ করা যেতে পারে। পক্স ও এর শ্রেণী নিয়ে পোস্ট দেয়া হয়েছে সেগুলো পড়লে এসব ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেনঃ
(বিস্তারিত…)কবুতরের অন্ত্রের কৃমি ও প্যারাসাইট এর চিকিৎসা
আপনি কি কবুতরের অন্ত্রের কৃমি ও বাইরের প্যারাসাইট এর জন্য চিন্তিত?
তাহলে আপনার ক্রয়সীমার মধ্যে এক অসাধারণ Dewormer বিশেষ ভাবে পরিচিত।
জার্মান হ্যানোভার মানের প্রাকৃতিক ও কাঁচা হারবাল উপাদান দ্বারা তৈরি কবুতরের বিভিন্ন ধরনের কৃমির জন্য আদর্শ হিসবে পরিগনিত। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ই ও প্রাকৃতিক নির্যাস সমৃদ্ধ যা কবুতরের কৃমির প্রতিকারের পাশাপাশি অন্ত্রের শ্লৈষ্মিক ঝিল্লী মেরামত করে। ভিটামিন সমৃদ্ধ হবার কারনে কবুতররের স্নায়ুবিক দুর্বলতা ও ধকল মুক্ত রাখে।পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এক অসাধারণ কৃমির ঔষধ হিসাবে বিশেষ ভাবে সমাধৃত।
(বিস্তারিত…)রিকভারি ক্যাপসুল (Recovery Caps) কবুতর ব্রিডিং এর মহৌষধ।
Oropharma(Versele-Laga) সু প্রসিদ্ধ রিকভারি ক্যাপসুল (Recovery Caps) যা আদর্শ নানা ধরনের খাদ্য সম্পূরক উপাদানে ভরপুর। আর পিল গুলো যে কোন কবুতরের জন্য অপরিহার্য এবং কবুতর ব্রিডিং এর মহৌষধ।এতে রয়েছে উচ্চ মানের প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, ট্রেস উপাদান এবং খনিজ পদার্থ । যা রোগ পুনরুদ্ধারের ছাড়াও প্রবায়টিক্স এবং হজম শক্তি বাড়ানোর এনজাইম রয়েছে। প্রোবায়োটিক্স এবং পাচক এনজাইম সংমিশ্রণে সুনির্দিষ্টভাবে অন্ত্রের ব্যাক্টেরিয়া এবং ক্লান্তিপ্রাপ্ত কবুতরের হজমশক্তির পদ্ধতি সঠিকভাবে পুনর্বিন্যাস করে, যা শক্তি পুনরুদ্ধারের জন্য অপরিহার্য।
(বিস্তারিত…)কবুতরের সাধারন সমস্যা ও চিকিৎসা
কবুতরের জুড়ী প্রস্তুত প্রণালী ও আদর্শ প্রজনন পদ্ধতি
আপনার কবুতরের গোসল (Bath for pigeons) Written By Kf Sohel Rabbi
বর্ষাকালীন মাসিক ছক ভিত্তিক কবুতরের খাদ্য Monthly pigeon food Chart of rainy season
আপনার কবুতরের উপবাস Fasting of pigeon
কিছু কবুতরের ঔষধ যা মজুত রাখা জরুরি
নতুন কবুতর খামারে প্রবেশের আগে আপনার অবশ্য করনীয়।
কবুতরের সাথে যোগাযোগ মাধ্যম টেলিপ্যাথি (Make a Relation with your Pigeons via Telepathy system) Written By Kf Sohel Rabbi
কবুতরের হিট স্ট্রোক বা তাপ জনিত সমস্যা ( Pigeons Heat Stroke and heat problem)
আমি ২০১১ সালে কোন এক জুমাবারে আমাদের খতিব হুজুর জানালেন যে দাড়ি রাখা দায়িমি সুন্নত আর রাসুলুল্লাহ(সাঃ) বলেছেন, যে দাড়িতে ক্ষুর চালাই, সে যেন আমার বুকে ক্ষুর চালাই।“ কত বড় কথা দুই চোখ পানিতে ভরে গেল তাহলে আমি জিবনে এতদিন কত বড় অন্যায় ও পাপ করেছি ! আর এর জন্য মাফ পাব কিনা জানিনা। আর আমাদের কত বড় স্পর্ধা যে, আমরা এর পরও শুনি না বা শুনেই না শুনার ভান করি ! জেনেও না জানার ভান করি ! যে রাসুল(সাঃ) আমাদের জীবনের থেকেও প্রিয় যার জন্য জীবন দিতে যেকোন মমিন এ মুহূর্ত দেরি করবে না। তার কথার পরও কিভাবে মানুষ দাড়ি কাটে, সেদিন থেকে দাড়ি কাটা বন্ধ করে দিলাম। আজকাল বিভিন্ন নায়কদের দেখে মানুষ দাড়ি রাখতেছে নবীর ভালবাসাতে দাড়ি রাখতে ভাল লাগে না কিন্তু নায়কদের ভালবাসা তাদের দাড়ি রাখতে উৎসাহিত করে। তাও ত ভাল যে কোন না কোন উসিলায় ত তারা দাড়ি রাখছে ! যায় হোক সেদিন বাসে যাচ্ছি আমি চালকের পেছনের সীটে বসা সামনের জানালা দিয়ে দেখলাম। একদল তাবলীগের কিছু মুস্লুল্লি…