কবুতরের ক্যাঙ্কার (Cankar or Trichomoniasis)

ক্যাঙ্কার হল কবুতরের সবচেয়ে ব্যাপক সাধারণ রোগ। এটা আণুবীক্ষণিক প্রটোজোয়াটিক জীবাণু দ্বারা সৃষ্ট খুবই বেদনাদায়ক ও সংক্রমিত রোগ। সাধারণত পানীয় জলের মাধ্যমে বা বাচ্চা খাওয়ানো ইত্তাদির মাধ্যমে সংক্রামিত হতে পারে। যদি তাড়াতাড়ি চিকিৎসা না করা হয় তাহলে নির্ঘাত মৃত্যু। যদিও অনেকে মনে করে থাকেন যে এটা বর্ষার রোগ কিন্তু কথাটা সঠিক নয়। এই রোগ যেকোনো সময় হতে পারে। অভিজ্ঞ জন বলে থাকেন যে ভিজা nest bowl এই রোগের অন্যতম কারন হতে পারে।

লক্ষণসমূহ:

• খাবার বার বার ঠোঁটে নেয় কিন্তু গিলতে পারেনা যা অন্যতম একটি চিহ্ন হতে পারে।
• সংক্রমিত কবুতর কার্যকলাপ কমিয়ে দেয়।
• গলা এবং ঠোঁটের মধ্যে হলুদ ও সাদা আস্তরন দেখা যায়।

Cankar 2

• পাখা ঝুলে যাওয়া।
• পানির তৃষ্ণা বেড়ে যায় এবং ডায়রিয়া।
• খাবারে অনীহা।
• ওজন হ্রাস এবং দুর্বলতা
• পাখি উড়তে অনিচ্ছুক।
• রোগের উন্নত পর্যায়ে(ADVANCE STAGE) আঁশাল শ্লৈষ্মিক এবং নিকৃষ্ট রকমের গন্ধ মুখের মধ্যে সনাক্ত করা হয়
• ইয়াং পাখি সবচেয়ে বেশী সংক্রমিত হয়।

Cankar 3

প্রতিরোধ:

পায়রার lofts পরিষ্কার এবং শুষ্ক রাখুন।
• পরিষ্কার ফুটানো পানি এবং ফাঙ্গাস মুক্ত খাদ্য দিন।
• খামার থেকে পায়রা আলাদা করুন।
• জীবাণুমুক্ত স্প্রে করুন।
• নিয়মিত ভিটামিন সি ও লাল চা ক্যাঙ্কার প্রতিরোধে ভাল ভুমিকা রাখে।

চিকিৎসা:


১) প্রভাবিত এলাকার উপর MYCON ORAL GEL দিনে 2/3 বার লাগাতে হবে। (কখনও লাগানর জন্য তুলা বা (cotton bar) ব্যবহার করবেন না।
২) Riboflabin ট্যাব 2 টা দিনে ২ বার গুড়া করে খাওয়াতে হবে ।
৩) Liquid খাদ্য যেমনঃ বার্লি,আটা গুলিয়ে খাওয়াতে হবে, ১০ সিসি করে, নিয়মিত সালিনে দিতে হবে। তবে অতিরিক্ত খাওয়ানো যাবে না।
৪) প্রতিদিন Alo Vera প্রতিদিন ১ বার দিলে ভাল।
৫) হোমিও Acid Nit 30 তিন ফোটা অল্প জল দিয়ে মিশ্রণ করে ৩/৪ বার প্রদান করুন।
অথবা
৬) DEXATAB+Tetracycline+Milk of Magnesia+Flazil (human) মিক্স করে খওয়াতে পারেন অধিক হলে। অথবা
৭) ESP Mix (Vet) দিতে পারেন যা পশুপাখির জন্য বিশেষ ভাবে তৈরি।

ঔষধ প্রক্রিয়া কমপক্ষে ৫/৭ দিন চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ না পাখি নিজে খাদ্য গ্রহণ শুরু করে। এভাবে চিকিৎসা করলে আশা করা যায় কবুতর দ্রুত সুস্থ হয়ে উঠবে।

মূল লেখক : সোহেল রাবি ভাই

জুলাই 25, 2013 5:19 অপরাহ্ন

6928 সর্বমোট দেখা হয়েছে, 1 আজকে