আমার কবুতর ভাবনা।
আমার কবুতর ভাবনা।
“যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে, সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।“(সূরা আল আ’লা-১০,১১,১২)
আজাদ ভাই একজন নতুন কবুতরপ্রেমি। তার খুবই সখ যে তিনি একটা ছোট কবুতরের আদর্শ খামার করবেন। আর সেই লক্ষে তিনি গ্রাম থেকে কাপ্তান বাজারে এসেছেন কিছু কবুতর কিনবেন। সেখান থেকে তিনি লক্ষা, সিরাজি নিয়ে খুশি মনে বাসাই ফিরছেন, বাসে তার সাথে একজন বড় কবুতর খামারির দেখা, তিনি নানা কথা প্রসঙ্গে জানালেন যে তার কাছেও এর থেকে ভাল কবুতর আছে যদি আপনি নিতে আগ্রহী থাকেন তাহলে আপনার জন্য সস্তা দামে দিব। আজাদ ভাই সরল মনে তার কাছ থেকে ২ জোড়া পূর্ণবয়স্ক সারটিন প্রতি জোড়া ২০ হাজার টাকা করে, একজোড়া পূর্ণবয়স্ক আইস মুখি দাম ৬৫ হাজার টাকা দিয়ে নিলেন। এই শর্তে যে ডিম বাচ্চা নিশ্চিত। যদিও মুখি ২ জোড়া গত ১ বছরেও ডিম দেইনি। বা দিবার তেমন কোন লক্ষণ ও নাই, তবে তাতে তার মন খারাপ দেখলাম না, বরং সে খুশি কারণ তার আইস মুখি ৩ বার ডিম দিয়েছে বাচ্চাও ফুটেছে আর সেগুলো বড় হয়েছে। তিনি হয়ত ভাল মানুষ তাই তিনি খুশি হয়ে গেলেন। কিন্তু আমি খুশি হতে পারলাম না, আমার ধারনা এমন কোন নতুন কবুতর…
বিস্তারিত পড়ুন
about আমার কবুতর ভাবনা।