কবুতরের ভ্যাকসিন/টিকা (Pigeon Vaccine)

কবুতরের ভ্যাকসিন/টিকা (Pigeon Vaccine) একজন নতুন হিসাবে যখন কবুতর পালন শুরু করেন তখন তাঁর মনে কবুতর পালন সম্পর্কে একটা নেগেটিভ ধারনা দিয়ে দেওয়া হয়। ফলে সেই কবুতর পালক প্রথম থেকেই একটা নার্ভাস অবস্থার মধ্যে দিনপাত করে। সামান্য কিছু হলেই ভয় ও আতঙ্ক তাকে গ্রাস করে ফেলে, ফলে তখন তিনি বিভিন্ন জনের কাছে পরামর্শের জন্য ছুটে যান। আর পরামর্শ দাতা জানুক আর নাই জানুক তাকে একটা পরামর্শ প্রদান করে থাকেন। ফলে সেই নতুন কবুতর পালক নিজের অজান্তেই দিঙ্কয়েক এর মধ্যে মোটামুটি সব ধরনের ঔষধের অভিজ্ঞতা নিয়ে ফেলেন। যদি কবুতরের ভাগ্য ভাল থাকে,আর তাঁর জীবন লাইন যদি দীর্ঘ হয় তাহলে হয়ত সেই যাত্রাই বেচে যেতে পারে। আর যদি কবুতরটি মারা যায় তখন মনকে সান্তনা দেন যে তাঁর হায়াত ছিল না। এটাই হল আমাদের সাধারন চিত্র। আর এই চিত্রের সূত্রপাত হয় কুবুতরের ভ্যাকসিন দিয়ে। তাই অধিকাংশ কবুতর পালকের প্রথম কয়েকটি সাধারন যে প্রশ্ন থাকে, তাঁর কয়েকটি হল। ১) কোন ভ্যাকসিন দিব? ২) কয় মাস পর পর দিব? ৩) কভাবে দিব? ইত্যাদি ইত্যাদি। (বিস্তারিত…)
বিস্তারিত পড়ুন about কবুতরের ভ্যাকসিন/টিকা (Pigeon Vaccine)
  • 1