কিছু কবুতরের ঔষধ যা মজুত রাখা জরুরি
“শক্তির সৃষ্টি বা বিনাশ নাই, কেবল এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয় মাত্র।“-(আলবার্ট আইনস্টাইন।)
আফ্রিকার হিংস্র প্রাণীর যদি তালিকা করা হয়, তাহলে প্রথমেই আমাদের মনে ভেসে উঠবে তা হল সিংহের ছবি ! কিন্তু বাস্তবে আফ্রিকার বেশী হিংস্রতার দিক দিয়ে জলহস্তীর নাম আগে আসে, অথচ মানুষ এই প্রাণীটিকে গুরুত্ব দেয় কম। সিংহের নাম আসে তিন নম্বরে, আর মানুষ সেই সিংহের হাত থেকে বাচতে গিয়ে হিংস্রতম জলহস্তীর মুখে পড়ে প্রান হারায়। আমাদের কবুতর সেক্টরে আমদানিকারকদের কে বেশী দায়ী করা হয়। এই সেক্টরের এই অবস্থার জন্য, কিন্তু প্রকৃত পক্ষে যদি বিচার করি তাহলে ঘটনাটা অন্য জায়গায়। আমরা লক্ষ টাকা দিয়ে কবুতর কিনি, কিন্তু কুড়ি টাকা দিয়ে ঔষধ কেনা হয় না। আমরা হাজার টাকা দিয়ে খাঁচা বানায়, কিন্তু ১০ টাকা দিয়ে ফিডার তৈরি করা হয় না! শত টাকা দিয়ে মিক্স খাবার কেনা হয় কিন্তু বিনা খরচে সামান্য বিশুদ্ধ পানির ব্যাবস্থা করা হয় না।
(বিস্তারিত…)
বিস্তারিত পড়ুন
about কিছু কবুতরের ঔষধ যা মজুত রাখা জরুরি